ফরিদপুরের বোয়ালমারীতে বালুবাহী ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মারাত্মক আহত অপর আরোহী মো. সাগর শেখ ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার (৩০ মে) বিকেল ৫টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী কলেজের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করতে পারলেও ট্রাকের চালক পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক হয়ে বালুবোঝাইকৃত ট্রাক (চুয়াডাঙ্গা-ট-১১-০৫৮৫) বোয়ালমারীর দিকে যাচ্ছিলেন। ট্রাকটি সাতৈর ইউনিয়নের কাদিরদী কলেজের সামনে পৌচ্ছালে একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মাঝকান্দিগামী মোটরসাইকেলটি মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী মারাত্মক আহত হয়।
স্থানীয়রা আহত দুইজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপর আরোহী মো. সাগর শেখ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে বোয়ালমারী থানার অর্ন্তগত জয়নগর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কের যান চলাচল স্বাভাবিক করেন এবং ট্রাক ও মোটরসাইকেল তাদের হেফাজতে নেন। তবে পুলিশ আসার আগে ট্র্যাক চালক পালিয়ে যায় বলে জানা যায়।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অর্ন্তগত জয়নগর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ফয়সাল হাওলাদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় ট্রাক ও মোটরসাইকেলটি হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
