ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চাঁদার দাবিতে প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৬:৪৭ পিএম

রাজবাড়ীর শহীদ ওহাবপুরে চাঁদার দাবিতে প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুকে (৩৮) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৩ জুলাই) বেলা পৌনে ১১ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের মধ্যে এ হামলার ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত বাবু রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। সে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং আহলাদিপুর গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে। 

রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন হাবিবুর রহমান বাবু বলেন, মোটরসাইকেল কিনবে বলে এক মাস ধরে আমার নিকট এক লাখ টাকা চাঁদা দাবি করছিল আল আমিনসহ তার সঙ্গীরা। টাকা দিতে অস্বীকার করায় রোববার সকালে আমি মোটরসাইকেল নিয়ে ইউনিয়ন পরিষদের ভেতর প্রবেশ করলে আল আমিন শেখ, আকিব, শাহরিয়ারসহ ৫/৭জন চাপাতি, চাইনিজ কুড়াল, রামদাসহ দেশি অস্ত্র নিয়ে  হামলা করে। হামলায় মাজা, পিঠ ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। আমার মাথায় কোপ দিলেও হেলমেট থাকার কারণে রক্ষা পাই। এ ঘটনায় আমি মামলা করবো।

অভিযুক্ত আল আমিন বলেন, আমি তাকে একটি পুকুর ভরাটের কাজ এনে দেই। বিনিময়ে আমাদের একটি মোটরসাইকেল কেনার জন্য এক লাখ টাকা দেওয়ার কথা ছিল।  কিন্তু কাজ শেষ হলেও টাকা না দিয়ে উল্টো চাঁদা দাবির অভিযোগ করছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ নিয়ে ইউনিয়ন পরিষদে তার সাথে কথা কাটাকাটি হয়েছে অন্য কিছু না।

শহীদওহাবপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান মন্ডল বলেন, আল আমিনের দলীয় কোন পদ পদবি নেই। আর এখন তো সবাই বিএনপি। দলের নাম ব্যবহার করে স্বার্থ হাসিলের চেষ্টা করে। তবে রোববার ইউনিয়ন পরিষদে যে ঘটনাটি ঘটেছে তা খুবই দুঃখজনক। এই ঘটনার আসল রহস্য উদঘাটন হওয়া উচিত।

রাজবাড়ী সদর থানার ওসি মোঃ মাহমুদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

MMS
আরও পড়ুন