ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গাজীপুরে রেললাইনের ওপর ট্রাক বিকল, উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ বন্ধ

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১১:৪৩ এএম

গাজীপুরের কালিয়াকৈরে একটি মালবাহী ট্রাক রেলক্রসিং পার হওয়ার সময় বিকল হয়ে পড়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। 

সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে জেলার ধামরাই-মাওনা আঞ্চলিক সড়কের  কালিয়াকৈর উপজেলার শ্রিফলতিলী ইউনিয়নের সোনাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীরা জানান, মালবাহী ট্রাকটি কালিয়াকৈর থেকে ধামরাইয়ের দিকে যাওয়ার পথে রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক আটকে যায়। পরে চালক স্থানীয়দের সহায়তায় চেষ্টা করেও ট্রাকটি সরাতে পারেননি। মূলত রেলক্রসিংয়ের সামনে কয়েকটি বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তেই ট্রাকটি আটকে গেছে৷ এতে ঢাকামুখী সিরাজগঞ্জ কমিউটারসহ উত্তরাঞ্চলমুখী একাধীক ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটে। 

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, সেখানে উদ্ধারকাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। 

আরও পড়ুন