গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারিকৃত কারফিউ শনিবার (১৯ জুলাই) রাত আটটা থেকে কারফিউ রোববার (২০ জুলাই) সকাল ছয়টা পর্যন্ত বাড়নো হয়েছে।তবে আজ রাত ৮ টা পর্যন্ত কারফিউ শিথিল আছে।
শনিবার (১৯ জুলাই) বিকাল পাঁচটায় জেলা ম্যাজিস্ট্রেট (জেলা প্রশাসক) মুহাম্মদ কামরুজ্জামান জানান, আজ রাত আটটা থেকে কারফিউ রোববার (২০ জুলাই) সকাল ছয়টা পর্যন্ত বাড়নো হয়েছে। আগামীকাল পুনরায় বিবেচনা করে কারফিউ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বুধবারের সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ সদর কোটালীপাড়া ও কাশিয়ানী থানায় পুলিশের কাজে বাঁধা, ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটনায় পৃথক ৪ টি মামলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৩০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, সারা দেশে মাসব্যাপী পদযাত্রার অংশ হিসেবে বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। এর আগে মঙ্গলবার (১৫ জুলাই) রাতে তারা এটিকে ‘লং মার্চ টু গোপালগঞ্জ’ হিসেবে নামকরণ করেন। এরপর উত্তেজনা ছড়িয়ে পড়ে। গোপালগঞ্জের স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা এটি প্রতিহতের ঘোষণা দেন। গোপালগঞ্জের পৌর পার্কে বুধবার সমাবেশ শেষে এনসিপির নেতাদের উপর হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। দিনভর হামলা-সহিংসতায় কয়েকজনের মৃত্যু হয়। পরে ওইদিন রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়।
এরপর দ্বিতীয় দফায় বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১১টা পর্যন্ত কারফিউর সময়সীমা বাড়ানো হয়। তিন ঘণ্টা বিরতি দিয়ে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়।
তৃতীয় দফায় শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত সময় বাড়ানো হয়।
গোপালগঞ্জে কারফিউ বহাল
রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে গোপালগঞ্জে