মুন্সীগঞ্জের শ্রীনগরে ২৪ দিনের এক নবজাতকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। ওই শিশুর বাবার অভিযোগ, মানসিক সমস্যার কারণে শিশুটিকে তার মা পানিতে ফেলে হত্যা করেছে। জিজ্ঞাসাবাদের জন্য নবজাতকের মা সরথী মণ্ডলকে হেফাজতে নিয়েছে পুলিশ।
শিশুর বাবা দিনেশ মন্ডল (৪৪) জানান, নবজাতক পুত্রকে নিয়ে তার স্ত্রী সারথী মন্ডল তার বাবার বাড়ি সিরাজদিখান উপজেলার শুলপুরে ছিল। গত শুক্রবার ভোররাত থেকে শিশুটিকে কোথাও খুঁজে না পেয়ে বাড়ির লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। ভোর ৪টার দিক থেকে শিশুর সন্ধান পাওয়া যায়। খবর পেয়ে তিনিও শ্বশুরবাড়ি যান।
সেখানে গিয়ে খোঁজাখুজির একপর্যায়ে বাড়ির অদূরে এক পুকুরপাড়ে শিশুর ব্যবহৃত কাঁথা দেখে ওই পুকুরে তল্লাশি চালানো হয়। সকাল সাড়ে ৯টার দিকে সেই পুকুর থেকে শিশুটির নিথরদেহ উদ্ধার হয়।
উদ্ধারের পর শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মুনিয়া আক্তার জানান, শিশুটি অনেক আগেই মারা গেছে।
দিনেশ মন্ডল বলেন, “আমার স্ত্রী মানসিক সমস্যায় ভুগছে। আমার সন্দেহ, সে-ই ছেলেকে পানিতে ফেলে হত্যা করেছে।”
সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ধারণা করা হচ্ছে, শিশুটির মা মানসিকভাবে অসুস্থ। বর্তমানে সারথী মন্ডল পুলিশ হেফাজতে রয়েছেন। কিভাবে শেষরাতে শিশুটি পুকুরের পানিতে পড়লো, তা খতিয়ে দেখা হচ্ছে।
থানায় ঢুকে পুলিশকে ছুরিকাঘাত: পুকুরে মিললো হামলাকারীর মরদেহ 