ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গাজীপুরে শাপলা বিলে ডুবে ২ বন্ধুর মৃত্যু

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০২:৫৬ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় শাপলা বিলে নৌকা ডুবে বায়েজিদ হোসেন ও মাহিন নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেছে।

শুক্রবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রাম এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল।

নিহত বায়েজিদ হোসেন ময়মনসিংহ জেলার বাসিন্দা এবং মাহিন শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার নূরে আলমের ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে পাঁচ বন্ধু পাঁচুয়া গ্রামে নৌকা করে শাপলা তুলতে গেলে তাদের বহনকারী নৌকাটি উল্টে যায়। এতে নৌকায় থাকা সবাই পানিতে পড়ে যায়। এ সময় পানিতে ডুবে বায়েজিদের মৃত্যু হয়। অপর চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা মাহিনকে মৃত ঘোষণা করেন।

ওসি মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, বিলের পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, একটি নৌকা ভাড়া করে বিলে ঘোরার সময় অসাবধানতা তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এতে ঘটনাস্থলে একজন মারা যায় ও বাকিদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকরা মাহিনকে মৃত ঘোষণা করেন।

RF/AHA
আরও পড়ুন