ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সোনারগাঁওয়ে খানাখন্দে ভরা সড়কে চরম ভোগান্তি

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৫:৩৮ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অতিবর্ষণে কাঁচা-পাকা রাস্তাগুলো ধ্বংসে গেছে। এছাড়া নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ঘরবাড়ির ও তরি-তরকারিসহ ফসলাদির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে এখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে।

উপজেলার হাতুড়াপাড়া গ্রামের কৃষক মনির হোসেন জানান, তার আধা বিঘা পুঁইশাক, ধুন্দল, লালশাঁক ক্ষেতে পানি ঢুকে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। একই অবস্থা কলতাপাড়া গ্রামের কৃষক জজ মিয়ার।

উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ফসলের এরূপ ক্ষয়ক্ষতি হয়েছে। ফসলের পাশাপাশি অতিবর্ষণে উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় অনেকের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে।

গনকবাড়ী গ্রামের আঃ রশিদ জানান, তার একমাত্র ঘর বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। তাই গরু-ছাগল, হাঁস-মুরগি নিয়ে পাশ্ববর্তী এলাকায় আশ্রয় নিয়েছেন।

সরেজামনে গিয়ে দেখা যায়, উপজেলার কাঁচা রাস্তাগুলোর অধিকাংশই ধ্বংসে গেছে এবং পাকা সড়কগুলোতে খানাখন্দ হয়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। কখনো কখনো যানবাহন বিকল পড়ছে। ফলে সড়কগুলোতে যানজট লেগে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এদিকে সড়কে ভোগান্তির শিকার হয়ে চাকুরিজীবীসহ বিভিন্ন পেশার মানুষ সঠিক সময়ে কর্মস্থলে যেতে না পারায় অনেকে চাকরি হারানোর শঙ্কায় পড়ছেন। 

উপজেলার মহজমপুর এলাকার মমিন জানান, সড়কে এই অবস্থার কারণে সঠিক সময়ে অফিসে পৌঁছতে না পারায় চাকরি হারানোর ঝুঁকি তৈরি হয়েছে।

NJ
আরও পড়ুন