ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাস্তা পারাপারের সময় বাসচাপায় বৃদ্ধ নিহত

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৪:৫৩ পিএম

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস চাপায় মমিন উদ্দিন খাঁ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (৮ আগস্ট) সকালে পাঁচ্চর সংলগ্ন বন্দরখোলা এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মমিন খাঁ নি চর বাঁচামারা এলাকার মৃত সুনাম উদ্দিন খাঁর ছেলে।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে সড়কের একপাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন ওই বৃদ্ধ। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

NJ
আরও পড়ুন