ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গাজীপুরে ঝগড়া থেকে ধস্তাধস্তি, ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ১১:৫৪ এএম

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তার উড়ালসেতুর নিচে ‘গল্প ছড়া’র চা ঘরের পাশে রাতে কয়েকজন যুবক ঘুমাতে যায়। চটের বিছানায় ঘুমানো নিয়ে বাকবিতণ্ডায় জুয়েল নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৯ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। নিহত জুয়েলের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায়।

এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাকিব (২৫) ও রবিন (২৭) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিও।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল বারিক জানান, রাতে মাওনা উড়ালসেতুর নিচে ‘গল্প ছড়া’ চা ঘরের পাশে ঘুমানোর ব্যাপারে বিরোধের কারণে রাকিবের ছুরি জুয়েলের বুকে লাগে এবং রবিনের হাত কেটে যায়। স্থানীয়রা জুয়েলকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

তিনি আরও বলেন, নিহত ও গ্রেপ্তার হওয়া সবাই ভাসমান। তারা মাওনা চৌরাস্তা এলাকায় বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

NB/AHA
আরও পড়ুন