ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আড়াইহাজারে ডাক্তারের বাসায় চুরি, গৃহকর্মী আটক 

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৩:৩০ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মেহেদী হাসান শিমুলের বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন গৃহকর্মী তাসলিমাকে (৪০) আটক করেছে পুলিশ। 

শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি গৃহকর্তার নজরে আসে। সঙ্গে সঙ্গে তিনি থানা পুলিশের শরণাপন্ন হলে উপজেলা সদরের পার্শ্ববর্তী নরসিংদী জেলার থানার অন্তর্গত খাস কোলাতপুর গ্রাম থেকে গৃহকর্মী তাসলিমাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। 

ডাক্তার শিমুল জানান, তিনি পৌর সদরের মডেলপাড়া এলাকায় মোতাহার হোসেন রতনের ৩ তলা ভবনের ২য় তলায় ভাড়া থাকেন। শুক্রবার (৮ আগস্ট) সরকারি ছুটি থাকায় তিনি বাসার গেটে তালা লাগিয়ে সস্ত্রীক ঢাকায় চলে যান।

গতকাল সন্ধ্যায় বাসায় ফিরে এসে দেখেন আলমারিতে রাখা নগদ ২ লাখ টাকাএবং একটি স্বর্ণের আংটি, সেই সাথে ফ্রিজে থাকা দুই পুটলি গরুর গোশত যথাস্থানে নেই। বিভিন্ন পারিপার্শ্বিক কারণে এ ঘটনায় তিনি গৃহকর্মী তাসলিমাকে সন্দেহ করেন এবং বিষয়টি নিয়ে থানা পুলিশের শরণাপন্ন হন।

থানার ওসি খন্দকার নাসির উদ্দিনের নির্দেশে এস আই মাজহারুল ইসলাম তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাসলিমাকে তার বাড়ি মাধবদী থানার খাস কোলাতপুর এলাকা থেকে করে থানায় নিয়ে আসেন। 

এস আই মাজহারুল ইসলাম জানান, তাসলিমাকে জিজ্ঞাসাবাদ চলছে। ওই বাসার সিসিটিভি ফুটেজ পরখ করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

NJ
আরও পড়ুন