ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সিদ্ধিরগঞ্জে বাস উল্টে আহত কয়েকজন

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৪:৪৬ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে আমিজউদ্দীন পেট্রোল পাম্পের বিপরীতে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, কিশোরগঞ্জগামী ‘ইটনা পরিবহন’ নামের বাসটি চলন্ত অবস্থায় সড়কের মাঝের ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহতদের পরিচয় এখনও জানা যায়নি।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, ঘটনার সময় গ্রিন ইউনিভার্সিটির একটি বাস ডেলিগেটেড লাইনে দাঁড়িয়ে ছাত্র-ছাত্রী তুলছিল। কিছু শিক্ষার্থী রাস্তা পার হচ্ছিলেন। তাদের রক্ষা করতে ‘ইটনা পরিবহন’ বাসটি হঠাৎ ব্রেক দেয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মাঝের ডিভাইডারে ধাক্কা লাগে এবং বাসটি উল্টে যায়।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও যানজট নিরসন কাজ শুরু করে। বাস সরিয়ে সার্ভিস লেন ও সড়কের মাঝের লেন দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

DR/AHA
আরও পড়ুন