ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নদীতে ঝাঁপ দেওয়া কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৭:০২ পিএম

গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা ও সুতিয়া নদীর মোহনায় ত্রিমোহনী ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার ২৭ ঘন্টা পর কলেজছাত্রী লামিয়ার (১৮) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের ত্রিমোহনী ব্রিজের ৫০০-৬০০ মিটার দূরে সুতিয়া নদী থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর এটিএম মাহমুদুল হাসান।  

মৃত লামিয়া আফরোজ (১৮) শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের মো. দেলোয়ার হোসেনের মেয়ে এবং পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের ক্যাপ্টেন গিয়াস উদ্দিন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, লামিয়া একাই হেঁটে ব্রিজে এসে প্রায় ১০ মিনিট মাঝখানে দাঁড়িয়ে আশপাশে তাকিয়ে ছিলেন। কিছুক্ষণ পর হঠাৎ ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেন। তাৎক্ষণিকভাবে কয়েকজন জেলে তাকে উদ্ধারের চেষ্টা করলেও তীব্র স্রোতের কারণে ব্যর্থ হন।

নিখোঁজ ছাত্রীর বাবা দেলোয়ার হোসেন বলেন, গতকাল রাতে মেয়ের জন্মদিন ছিল। জাঁকজমকভাবে অনুষ্ঠান হয়েছে। কী কারণে মেয়ে নদীতে ঝাঁপিয়ে পড়লো, বলতে পারব না।

NJ
আরও পড়ুন