পূর্ব শত্রুতার জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির ওয়ার্ড সিনিয়র সহ-সভাপতি আব্দুর নুর ও তার পরিবারের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। হামলায় ওই পরিবারের ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনকে সোনারগাঁও উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- বিএনপি নেতা আব্দুর নুর (৫৫), তার স্ত্রী নাসরিন (৪৪), ছেলে মোস্তাফিজুর রহমান (২৬), ইয়ামিন (১১), ছোট ভাই আব্দুল আউয়াল (৪০) ও ভাইয়ের স্ত্রী পান্ন আক্তারসহ (২২) ৮ জন। আহতদের মধ্যে পান্না আক্তার, আব্দুল আউয়াল, মোস্তাফিজুর রহমান ও ইয়ামিনকে গুরুতর অবস্থায় সোনারগাঁও উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে সোনারগাঁও উপজেলা সাদীপুর ইউনিয়নের গনকবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা অভিযোগ করেন, একই এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আব্দুর নুরের বাড়িতে হামলা চালায়। তাকে মারপিট করার সময় অন্যরা বাধা দিতে গেলে তাদেরও মারপিট করা হয়।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক রাশেদুল ইসলাম বলেন, হামলার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ক্ষোভে নিজেদের টাকায় রাস্তা সংস্কার করলেন স্থানীয়রা