ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মির্জাপুরে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৮:১৭ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে পরকীয়ার জেরে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর ঘাতক স্বামী পলাতক রয়েছেন।  

সোমবার (১৮ আগস্ট) উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম রোজিনা আক্তার (৩৫)। তিনি ওই এলাকার আব্দুল লতিফের স্ত্রী এবং একই গ্রামের মুচিরচালা এলাকার হাসমত আলীর মেয়ে।ঘাতক স্বামী আব্দুল লতিফ (৪৬) ওই এলাকার খবির উদ্দিনের ছেলে।

এ ঘটনায় খুনের শিকার রোজনার পরিবার ও এলাকাবাসী ঘাতক লতিফকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রীর পরকীয়া সন্দেহে স্বামী-স্ত্রীর মধ্যে কিছুদিন ধরে বনিবনা হচ্ছিলো না। এক সপ্তাহআগে এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলে রোজিনা বাবার বাড়ি চলে যান। গতকাল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় ঘটনার মিমাংসার মাধ্যমে লতিফ মিয়া স্ত্রী রোজিনাকে বাবার বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে আসে।

সোমবার (১৮ আগস্ট) তাদের দুই সন্তান স্কুলে গেলে বাড়ি ফাঁকা থাকে। এই সুযোগে পূর্ব পরিকল্পিতভাবে লতিফ মিয়া নিজ বসতঘরের খাটে শুয়ে থাকা স্ত্রী রোজিনাকে কুড়াল দিয়ে গলায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপালে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্ত্রীকে হত্যা নিশ্চিত করে ঘটনার পরপরই ঘাতক স্বামী লতিফ পালিয়ে যান। পরে আশপাশের ও বাড়ির লোকজন ঘটনা জানতে পেরে মির্জাপুর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মির্জাপুর থানার ওসি তদন্ত মো. সালাউদ্দিন এবং উপ-পরিদর্শক মো. ফরহাদ হোসেনসহ কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে যান।

এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, পরকীয়া ও পারিবারিক কলহে স্বামী আব্দুল লাতিফ মিয়া তার স্ত্রী রোজিনা বেগমকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার পর পালিয়ে গেছে। তার পরিবার এমন তথ্যই দিয়েছেন। ঘটনার পর ঘাতক স্বামী পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাকে গ্রেপ্তার করা গেলে খুনের রহস্য উৎঘাটন করা যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রোজিনার পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।

এ ব্যাপারে ১২ নং তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজ রেজা বলেন, পরকীয়া ও স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে গৃহবধু রোজিনা নির্মম বাবে খুন হয়েছে। তাদের ২ সন্তান রয়েছে। ঘটনার পর স্বামী আব্দুল রতিফ পলাতক। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক মাস্তির দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে। 

NJ
আরও পড়ুন