উত্তরায় ভবনে আগুন লেগে নিহত ৩

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১১:০৭ এএম

উত্তরার ১১ নম্বর সেক্টরের ৭ তলা ভবনের ২য় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৩ জন। এ ঘটনায় ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) সকাল ৭টা ৫০ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের একটি ৭ তলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের খবর পায় নিয়ন্ত্রণ কক্ষ। সংবাদ পাওয়ার সাথে সাথেই উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় এবং মাত্র ৪ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। 

ফায়ার সার্ভিসের দীর্ঘ প্রচেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুনের তীব্রতায় ভবনের ভেতরে থাকা ৩ জন ব্যক্তি প্রাণ হারান। অবশেষে সকাল ১০টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। এসময় ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছেন এবং ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।

AHA
আরও পড়ুন