ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

তুরাগ নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১২:৩৬ পিএম

তুরাগ নদীর ওপর স্থায়ী সেতু নির্মাণের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন ব্যবসায়ী ও এলাকাবাসী। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে আব্দুল্লাহপুর ও টঙ্গী বাজার এলাকায় অবস্থান নেন। এক পর্যায়ে তারা মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন।

অবরোধের কারণে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা ১১টার দিকে আন্দোলনকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, বিক্ষোভকারীরা প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে কথা বলে তাদের সরিয়ে দেওয়া হয়।

বিক্ষোভকারীরা জানান, টঙ্গী বাজার ও আব্দুল্লাহপুর উত্তরার মধ্যে সংযোগকারী বেইলি ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাছাড়া নিচ দিয়ে কোনো যান চলাচল করতে না পারায় ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন। তাই তুরাগ নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানান স্থানীয়রা।

JMR
আরও পড়ুন