ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাজবাড়ীতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০১:২৫ পিএম

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর এলাকায় নদী ভাঙন ও বন্যায় কবলিত ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগেরের আয়োজনে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

সদর উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার সন্ধ্যায় ত্রাণ সামগ্রী হিসেবে চাল ও শুকনা খাবার বিতরণ করা হয়। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ও মিজানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক জনি খান প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক সুলতানা আক্তার সেখানে বলেন, বর্ষা মৌসুম এলে এই অঞ্চলে নদী ভাঙন দেখা দেয়। একই সাথে পদ্মার পানি বৃদ্ধি পেলে নিম্নাঞ্চল প্লাবিত হয়। এসব অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সবসময় প্রশাসন রয়েছে।

ত্রাণ সামগ্রীর প্রত্যেক প্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ লিটার ভোজ্য তেল ছাড়াও মরিচ, হলুদ ও ধনিয়া গুড়া দেওয়া হয়।

JMR
আরও পড়ুন