গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় ১১ কর্মদিবসের মধ্যেই আদালতে চার্জশিট দাখিল করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জিএমপির উপ-পুলিশ কমিশনার (ক্রাইম উত্তর) রবিউল হাসান।
তিনি বলেন, কেটু মিজানসহ আটজন আসামির বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে। মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করে দ্রুততম সময়ে চার্জশিট দাখিল করা হয়েছে।
তবে হত্যাকাণ্ডের মূল আলামত হিসেবে বিবেচিত সাংবাদিক তুহিনের ব্যবহৃত দুটি মোবাইল ফোন এখনো উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
নিহত সাংবাদিক তুহিনের স্ত্রী বলেন, যে মোবাইল ফোনে ভিডিও করাকে কেন্দ্র করে আমার স্বামীকে হত্যা করা হয়েছে, সেই ফোন দুটি এখনো উদ্ধার হয়নি। আমরা চাই, দ্রুত এ মোবাইলগুলো উদ্ধার হোক এবং চার্জশিটভুক্ত আসামিদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রবিউল ইসলাম, বাসন থানার অফিসার ইনচার্জ মো. শাহীন খান, নিহত তুহিনের পরিবার ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
সাংবাদিক তুহিন হত্যা মামলার ৮ আসামির সবাই গ্রেপ্তার
দ্রুতই সাংবাদিক তুহিন হত্যার চার্জশিট দাখিল হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা