ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা

আট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৩:১৪ পিএম

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ- কমিশনার (ক্রাইম উত্তর) রবিউল হাসান।

তিনি জানান, গ্রেপ্তারকৃত আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তবে নিহত সাংবাদিক তুহিনের ব্যবহৃত দুটি মোবাইল ফোন এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। হত্যাকাণ্ডের পর থেকেই সেগুলো বন্ধ রয়েছে।

সংবাদ সম্মেলন শেষে নিহত সাংবাদিক তুহিনের স্ত্রী বলেন, "আমরা দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি চাই। এছাড়া তুহিনের ব্যবহৃত মোবাইল ফোন দুটিও উদ্ধার করা হোক।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রবিউল ইসলাম, বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শাহীন খান ও নিহত সাংবাদিক তুহিনের পরিবার।

JMR
আরও পড়ুন