"অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি " এই শ্লোগানে কিশোরগঞ্জের ভৈরবে জোয়ান শাহী হাওরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শবনম শারমিন।
বুধবার দুপুরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে জোয়ান শাহী হাওরে ৫১৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
এসময় প্রধান অতিথি ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন ছাড়াও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এএইচএম আজিজুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয় বণিক, যুব উন্নয়ন কর্মকর্তা জলি বোদন তৈয়বা, উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রেজা, শ্রীনগর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দেশে নদী, জলাশয় ও হাওরে দেশীয় মাছের বৃদ্ধির জন্য সরকার সারাদেশে পোনা অবমুক্ত করছেন। এরই অংশ হিসেবে ভৈরবের জোয়ান শাহী হাওরে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
