আগামী ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে সোনারগাঁয়ে মেঘনা বেপারী ভিলায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব মো. আজাহারুল ইসলাম মান্নান।
সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি মো. শাজাহান মেম্বারের সভাপতিত্বে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম বিডিআর, সহ-সভাপতি আজগর হোসেন, সহ-সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, সোনারগাঁও পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক মোতালিব কমিশনার, সাদীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, সিনিয়র সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন মেম্বার, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী ও যুগ্ম সম্পাদক মোর্শেদ মোল্লাসহ সোনারগাঁও উপজেলা বিএনপির সোনারগাঁও পৌর বিএনপি ও ১০টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা মতবিনিময় সভায় বক্তব্যের মাধ্যমে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
তারা আগামী ৩ সেপ্টেম্বর প্রথম প্রহরে বর্ণাঢ্য র্যালি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন। পরবর্তীতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করার সিদ্ধান্ত হয়েছে।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে সোনারগাঁয়ের মানুষ পূর্বের সংসদীয় আসনের ন্যায় বহাল থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
