নারায়ণগঞ্জে মদনগঞ্জ-নরসিংদী আঞ্চলিক মহাসড়কের ব্রাহ্মন্দী এলাকায় চেকপোস্ট বসিয়ে একাধিক অপরাধে জড়িত বিভিন্ন মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করেছে আড়াইহাজার থানা পুলিশ।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে আড়াইহাজার থানার এস আই আসাদের নেতৃত্বে এ চেকপোষ্ট বসানো হয়।
গ্রেপ্তাররা হচ্ছেন- জেলার রূপগঞ্জ থানার চনপাড়া পূর্ব গ্রাম ৮নং ওয়ার্ড রশিদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও মৃত আব্দুল হামিদের পুত্র মো. সজল (৩৫)। তার বিরুদ্ধে রূপগঞ্জ ও বিমানবন্দর থানায় হত্যাসহ ৪টি মামলা আছে বলে পুলিশের দেওয়া তথ্যে জানা যায়।
গ্রেপ্তার অপরজন হলেন একই এলাকার মো. শরীফের পুত্র মো. সজীব (৩১)। তার বিরুদ্ধে রূপগঞ্জ ও সিএমপি এর বাকলিয়া থানায় পৃথক ২টি মাদক মামলা রয়েছে। এছাড়া একই এলাকার লোকমান হেকিমের পুত্র বিভিন্ন অভিযোগে দায়েরকৃত দুটি মামলার আসামি জয়নালউদ্দিন বাবু (২৬) এবং নিয়মিত মামলার আসামি রূপগঞ্জ থানার ভুলতা গাউছিয়া এলাকার জলিলের পুত্র সৌরভকে (২০) আটক করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, গ্রেপ্তাররা বিভিন্ন মামলার আসামি। চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করে তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হবে।
