সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৮ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি করেছে দলটি। 
 
বুধবার (৩ সেপ্টেম্বর) সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব।
 
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপি সভাপতি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, উপজেলা বিএনপি নেতা মাসুম রানা, বিএম ডালিম, সোনারগাঁ পৌরসভা বিএনপি সভাপতি শাজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালিব, পিরোজপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মনিরুজ্জামান সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মেম্বার, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম বিডিআর, মো. খবির উদ্দিন, মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি হাজী জাহাঙ্গীর, সনমান্দী ইউনিয়ন বিএনপি সভাপতি সাফির উদ্দিন মজনু, সাদীপুর ইউনিয়ন বিএনপি সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, সিনিয়র সহ-সভাপতি আলামগীর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার এবং উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। 
 
সভা শেষে আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীর একটি বর্ণাঢ্য র‌্যালি সভাস্থল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুর্দী হয়ে পুনরায় সভাস্থলে এসে শেষ হয়। 
NJ
আরও পড়ুন