সোনারগাঁওয়ে তৃণমূল বিএনপির মতবিনিময় সভা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৩ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ‘বর্তমান প্রেক্ষাপটে তৃণমূল বিএনপির ভাবনা ও পরিকল্পনা’ শীর্ষক বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে মেঘনা বেপারী ভিলায় সোনারগাঁও বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত তৃণমূল বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। 

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব মো. আজাহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

এতে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রিয়াজুদ্দিন। 

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঐক্যবদ্ধতার বিকল্প নেই। তাই সোনারগাঁও বিএনপিকে ঐক্যবদ্ধতার মাধ্যমে আরো শক্তিশালী করতে হবে।

মতবিনিময়কালে দলের সমস্যাগুলো চিহ্নিত করছেন তিনি এবং স্থানীয় বিএনপির শীর্ষ নেতাদের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের বিচ্ছিন্ন সমস্যাগুলো সমাধানে ভূমিকা পালন করার নির্দেশ দেন তিনি। 

এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম হক রমি, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম বিডিআর, সহ-সভাপতি আজগর হোসেন, সোনারগাঁও পৌরসভা বিএনপি সভাপতি শাজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালিব কমিশনার, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সাদীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, সিনিয়র সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি সাফির উদ্দীন মজনু, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপি সভাপতি তাজুল ইসলাম সরকার, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান, মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী ও যুগ্ম সম্পাদক মোর্শেদ মোল্লাসহ সোনারগাঁও পৌর বিএনপি ও উপজেলার ১০টি ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকগন এবং অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা দলের বর্তমান প্রেক্ষাপটে ভাবনা ও পরিকল্পনার বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।  

NJ
আরও পড়ুন