ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গাজীপুরে বন রক্ষায় ৪০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ 

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৯ পিএম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা এলাকায় বনভূমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে বন বিভাগ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে প্রায় ৪০০টি অবৈধ দোকানপাট ও বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়।

উচ্ছেদকাজ পরিচালিত হয় পূর্বচান্দরা সরকার বাড়ি ও এপেক্স লেনেজারি কারখানার আশপাশের বনভূমিতে গড়ে ওঠা স্থাপনাগুলোতে। অভিযান ঘিরে বন বিভাগের পাশাপাশি উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে স্থানীয়দের এক সপ্তাহ সময় দিয়ে মাইকিংয়ের মাধ্যমে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় শেষ হলেও স্থাপনাগুলো না সরানোয় সরাসরি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা বিভাগের বন সংরক্ষক বশিরুল আল মামুন বলেন, বনভূমিতে অবৈধ দখল উচ্ছেদের জন্য এ কার্যক্রম অব্যাহত থাকবে। বনাঞ্চল রক্ষায় কঠোর অবস্থানেই থাকবে বন বিভাগ। এ উচ্ছেদ অভিযানের মাধ্যমে বনাঞ্চল পুনরুদ্ধার এবং পরিবেশ সংরক্ষণে স্থানীয় প্রশাসনের দৃঢ় অবস্থান স্পষ্ট হয়েছে।

NJ
আরও পড়ুন