ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সখিপুর বিএনপি সভাপতি শাজাহান সাজুকে সাময়িক অব্যাহতি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০০ পিএম
টাঙ্গাইলে সখিপুর উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজুকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজিম মাস্টারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
 
সোমবার (১৬ সেপ্টেম্বর) টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এবং সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে সখিপুর উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজুকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো এবং সহ-সভাপতি নাজিম মাস্টারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হলো। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।
দলীয় সূত্রে জানা গেছে, এ সিদ্ধান্তের অনুলিপি বিএনপির কেন্দ্রীয় দপ্তর, বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আজম খান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের কাছে প্রেরণ করা হয়েছে।
NJ
আরও পড়ুন