ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শিবচরে বৈধ ইজারাদারদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:০২ পিএম
মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চরে বাংলাদেশ রেলওয়ের জমির বৈধ ইজারাদার মো. রাসেল মিয়া ও সেলিম রেজার বিরুদ্ধে মিথ্যা ও মনগড়া সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
 
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পাঁচ্চর বাজার এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে পাঁচ্চর বাজার ইজারাদার কর্তৃপক্ষ।
 
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বৈধভাবে লিজ গ্রহণ করে আমরা দীর্ঘদিন ধরে পাঁচ্চর বাজারের ইজারা পরিচালনা করে আসছি। অথচ আমাদের বিরুদ্ধে একটি কুচক্রী মহল ভিত্তিহীন ও মিথ্যা তথ্য প্রচার করছে। এতে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং আমাদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।
 
 
গত ২৩ মার্চ বাংলাদেশ রেলওয়ে বিভাগের ভূ-সম্পত্তি বিভাগ (ঢাকা) এর আওতাধীন চাষাবাদ যোগ্য ০.২৪ একর ভূমি নিলামের লাইসেন্স প্রদান করা হয়। নিলামে অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে ওই জমির লিজ গ্রহণ করি এবং গত ১৪ এপ্রিল নিজেদের নামে লিজকৃত জমির লাইসেন্স প্রাপ্ত হই।
 
তিনি আরও বলেন, আমরা বৈধভাবে জমি লিজ নিলেও আমাদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে কিছু গণমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এটি সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা ও ভিত্তিহীন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই, সত্য প্রকাশিত হোক এবং বাজার পরিচালনায় যাতে কোনো প্রকার অপপ্রচার বা ষড়যন্ত্র প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে দৃষ্টি দেওয়া হোক।
 
সংবাদ সম্মেলনে ইজারাদার কর্তৃপক্ষের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা একযোগে মিথ্যা সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ জানান এবং সঠিক তথ্য জনসম্মুখে তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
NJ
আরও পড়ুন