ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শিবচরে বৃদ্ধার মরদেহ উদ্ধার

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৩ পিএম

মাদারীপুরের শিবচরে নিজ ঘর থেকে রেনু বেগম (৬০) নামের এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কাঁচিকাটা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রেনু বেগম ওই গ্রামের মৃত সাদেক হাওলাদারের স্ত্রী।

স্থানীয় এলাকাবাসী জানায়, রেনু বেগমের মেয়ে সোমবার সকালে তার মোবাইলে একাধিকবার ফোন করে কোন সাড়া পাননি। একারণে তিনি প্রতিবেশীদের কাছে মায়ের কোঁজ জানতে চান। সেসময় প্রতিবেশীরা তার বাড়িতে গিয়ে দরজা তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। পরে জানালা দিয়ে তারা দেখেন রেনু বেগমের নিথর দেহ বিছানায় পড়ে আছে।

খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করে। এসময় এলাকাবাসী দেখতে পান ঘরের ভেতর মালামাল ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। রহস্য উদঘাটনে চেষ্টা চালানো হচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মের্ঘ পাঠানো হয়েছে।

JMR
আরও পড়ুন