ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আড়াইহাজারে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার 

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩১ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৪০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি কাদিরকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার অংশের সাতগ্রাম ইউনিয়নের বাগবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কাদির একই এলাকার টেকপাড়া গ্রামের রমিজউদ্দিনের পুত্র এবং পেশায় একজন রিকশা চালক।

এলকাবাসীর বরাত দিয়ে আড়াইহাজার থানার এসআই আসাদ জানান, কাদির রিকশা চালানোর আড়ালে তার রিকশার সিটের নিচে বহন করে বিভিন্ন এলাকায় ফেন্সিডিল সরবরাহ করে থাকে।

এমন তথ্যের ভিত্তিতে এলাকার সচেতন লোকজন তাকে সন্দেহ করে তার রিকশা তল্লাশি করে সিটের নিচে থাকা ৪০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে পুলিশে দেয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদক আইনে মামলা হয়েছে।

NJ
আরও পড়ুন