গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেসরকারি ক্লিনিক কালীগঞ্জ নিউ আধুনিক হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পুরাতন ব্যাংক মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয় সরওয়ার লিমা।

অভিযানকালে মেডিক্যাল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স ১৯৮২ এর ১৩ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা ভঙ্গের অভিযোগে ওই ক্লিনিকের বিরুদ্ধে একটি মামলায় কালীগঞ্জ নিউ আধুনিক হাসপাতালের পরিচালক বন্যা আক্তারকে (৩২) ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জাকিয়া সরওয়ার লিমা জানান, হাসপাতালটির লাইসেন্স নবায়ন করা হয়নি। পাশাপাশি এটি অপরীক্ষিত এবং প্রয়োজনীয় জনবলও ছিল না। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
অভিযানকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
