ঢাকা
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গৃহবধূকে আটকে রেখে নির্যাতনের ভিডিও ভাইরাল!

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৩ পিএম

মাদারীপুরের কালকিনিতে রাতের আধারে এক গৃহবধূকে ঘরের মধ্যে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালিয়েছে কয়েকজন যুবক।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে জেলাজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

নির্যাতনের স্বীকার গৃহবধূ বুলু বেগম কালকিনি উপজেলার বাশগাড়ী এলাকার খুনেরচর গ্রামের বাসিন্দা। তিনি বিধবা এবং ২ সন্তানের জননী।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মধ্য বয়সী গৃহবধূ বুলু বেগমকে বুধবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে একটি টিনেসেডের ঘরের মধ্যে আটকে রাখে দুর্বৃত্তরা। পরে সেখানে বসে ওই গৃহবধূকে প্রচন্ড মারধর করতে দেখা যায়।

এ সময় ওই গৃহবধূ চিৎকার করে বলতে থাকে আমাকে মিথ্যা অপবাদ দিবেন না, আমি বিষ খেয়ে মরে যাব, আমাকে আর মারবেন না। তখন দুর্বৃত্তরা বলতে থাকে আমাদের টাকা না দিলে অনেক ক্ষতি করা হবে তোকে। এ সময় গৃহবধূকে বারবার রাম দা দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিভিন্ন সচেতন মহল প্রশাসনের কাছে ওই দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক বিচার দাবি জানায়।

ওই গৃহবধূর দাবি, তিনি নির্দোশ। তিনি কোন অন্যায় করেনি। 

কালকিনি থানার ওসি একেএম সোহেল রানা জানান, পরীকায়ার জেরে বাঁশগাড়ী ইউনিয়নের আলোচিত ডাবল মার্ডারের আসামি ফয়সাল তালুকদার জেল থেকে জামিনে এসে রাতের আধারে গৃহবধূ বুলুকে নির্যাতন চালিয়েছে। তবে এ বিষয় কেউ কোন অভিযোগ করেনি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

NJ
আরও পড়ুন