নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং প্রান্তিক নারী সমাজ ও আগামীর ভাবনা শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাদীপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড গনকবাড়ীতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে বিএনপি নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁও উপজেলা বিএনপি সভাপতি আগামী সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও- সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রার্থী আলহাজ্ব মো. আজহারুল ইসলাম মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. আজহারুল ইসলাম মান্নান বলেন, রাষ্ট্র মেরামতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তিনি কাজ করছেন। বিএনপি ক্ষমতায় এলে এবং তিনি এমপি হলে মহিলাদের স্বাবলম্বী করতে ছাগল পালনের জন্য ১০ হাজার টাকা ও পুরুষদের কৃষি ঋণ ২০ হাজার টাকা করে প্রতিজনকে দেবেন।
এ সময় তিনি সোনারগাঁওয়ে প্রতিষ্ঠিত শিল্প-কারখানায় ৩০% স্থানীয়দের কর্মসংস্থানের দিতে শিল্প মালিকদের প্রতি জোর দাবি জানিয়েছেন।
সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. কাউসারের নেতৃত্বে সাদীপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড যুবদল নেতা সেলিম ভূঁইয়া, সেলিম রেজা, মোশাররফ, প্রিন্স, সোহেল ও ইব্রাহিমের আয়োজনে উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে- পৌরসভা বিএনপি সভাপতি মো. শাজাহান মেম্বার, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, উপজেলা বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক ও মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাদীপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মো. কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, সিনিয়র সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ, মহিলা নেত্রী সালমা আক্তার কাজল উপস্থিত ছিলেন।
সাদীপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবদল সভাপতি মো. সোলাইমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারাসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কাউখালীতে আনোয়ার হোসেন মঞ্জুর উঠান বৈঠক