বিএনপি যদি জনগণের ভোটে ক্ষমতায় আসে, তাহলে সরকারের প্রথম কাজ হবে দেশের যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা- এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টায় মুন্সীগঞ্জে অনুষ্ঠিত যুব সমাবেশ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মীর সরফত আলী সপু বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়নের পক্ষে। আমরা উপলব্ধি করেছি- দেশের বেকারত্ব যত কমানো যাবে, ততই উন্নয়নের গতি বাড়বে। বিএনপি রাষ্ট্রীয় দায়িত্বে এলে তরুণদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সদস্য এস.কে আল-আমিন হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, শ্রীনগর উপজেলা মহিলা দলের সদস্য সচিব কামরুন্নাহার চৌধুরী অনু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, যুবদল নেতা বাদসা মিয়া, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসাইন রকি এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মো. কাইউম হোসাইন নাজিমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
