ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শ্রীনগরে ২০ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৭:১১ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগরে পদ্মা নদীতে ১৭৫ পিস ইলিশ মাছসহ প্রায় ২০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। 

সোমবার (১৩ অক্টোবর) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত নূর বয়াতীর চর সংলগ্ন পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ডের সদস্যরা।

অভিযানে নেতৃত্ব দেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন তানজিমুল হাসান হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, তদন্ত কর্মকর্তা ও কোস্টগার্ড সদস্যসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।


অভিযান চলাকালে জেলা পর্যায় থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা মৎস্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্দেশনা ও সহযোগিতা প্রদান করেন।

নিষিদ্ধ সময়ে মাছ ধরার দায়ে জব্দ করা এসব ইলিশ স্থানীয় ৫টি এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয় এবং জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড় মা ইলিশ ধরাকে কেন্দ্র করে গড়ে ওঠা অবৈধ স্থাপনাও অপসারণ করা হয়েছে।

অভিযান চলাকালে স্থানীয় জনগণকে সচেতন করার পাশাপাশি মা ইলিশ সংরক্ষণে সরকারের নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হয়।

NJ
আরও পড়ুন