ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ সময় শিশুসহ কমপক্ষে আরও ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১০টা দিকে ভাঙ্গায় ভাঙ্গা-বরিশাল মহাসড়কের চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী বাস স্ট্যান্ড এলাকায় আড়ুয়ার মাঠ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
নিহত ইউরো পরিবহনের যাত্রী শামসুন্নাহার (৪১) বরিশালের নাজিরপুরের নজরুল ইসলামের স্ত্রী।
আহতরা হলেন- নুরু চাকলাদার (৬০), জাহাঙ্গীর হাওলাদার (৫৪), ইসমাইল বিশ্বাস (৬৫), আবুল কালাম (৬০), মনোয়ার গাজী (৪৫), রাবেয়া (৮), মারিয়া (১৫), হান্নান (৬২), ফারজানা (১৯), সুরুজ সেখ (১৭), সুমন (১৮) ও রুবেল (২২)।

দুর্ঘটনার পর ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। গাড়িটি উদ্ধার শেষে দুপুর দেড়টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে বরিশালগামী ইউরো পরিবহনের (রেজিঃ নং ঢাকা মেট্রো ব-১২-৩৮৯৩) একটি বাস একই দিক থেকে আসা শ্যামলী পরিবহনকে চাপ দিলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এ সময় ওই নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় শিশু রাবেয়াকে (৮) ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্যদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান জানান, দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শ্যামলী পরিবহনের গাড়িটি আটক করা হয়েছে।

