ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফরিদপুরে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ২

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৪:০১ পিএম
ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে মাদক সম্রাজ্ঞী শাহেদা (৪৫) ও তার সহযোগী রেখাকে (৩৫) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। 
 
শনিবার (১৮ অক্টোবর) সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শহরের গুহলক্ষ্মীপুর বস্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
 
অভিযানকালে শাহেদার বাসা থেকে ৮০০ পিস ইয়াবা, ৪ কেজি গাঁজা ও মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
যৌথবাহিনীর সদস্যরা জানান, শাহেদা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও তিনি এতদিন ধরা ছোঁয়ার বাইরে ছিলেন।
 
ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত ২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
NJ
আরও পড়ুন