নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কলতাপাড়া এলাকায় হামলা চালিয়ে গোলজার হোসেন নামে এক ব্যক্তিকে গুরুতরভাবে আহত করেছে একদল সন্ত্রাসী।
এ ঘটনার প্রতিবাদে শনিবার (২৫ অক্টোবর) বিকেলে মদনপুর-আড়াইহাজার সড়কের মিরেরটেক এলাকায় মানববন্ধন করেছেন এলাকাবাসী।
জানা গেছে, কলতাপাড়ার কামরুল ইসলাম কামু, ফর্মা মিটু, পিচ্চি সোহেল ও ভূমিদস্যু ইকবালের নেতৃত্বে একদল সন্ত্রাসী গতকাল গোলজার হোসেনের ওপর হামলা চালায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আহতের ভাই বশির মিয়া সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারাই পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।
এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে আজ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে হাজার হাজার এলাকাবাসী সমবেত হন।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা সন্ত্রাসী ও ভূমিদস্যুদের দৌরাত্ম্যে অতিষ্ঠ। গোলজার হোসেনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
স্থানীয়রা জানান, এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তারা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
