নারায়ণগঞ্জের আড়াইহাজারে মালিকের ৩টি অটোরিকশা নিয়ে উধাও হয়ে গেছেন ৩ জন চালক। গত ২৭ অক্টোবর উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকার মালেকের ছেলে ইব্রাহিমের গ্যারেজে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে মালিকের স্ত্রী পলি বেগম বাদী হয়ে শুক্রবার (৩১ অক্টোবর) রাতে ৩ চালককে নামীয় আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কল্যান্দী এলাকার হিরু মিয়ার ছেলে রাব্বি, মোতালিব মিয়ার ছেলে সিয়াম হোসেন ও মৃত হান্নান মিয়ার ছেলে রায়হান ওরফে হৃদয় দুই বছর ধরে ইব্রাহিমের মালিকানাধীন অটোরিকশা ভাড়ায় চালাতেন। তারা প্রতিদিন সকাল ৮টার দিকে বাড়ির গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে গিয়ে সারাদিন চালিয়ে রাত ১০টার দিকে গ্যারেজে জমা দিয়ে যেতেন।
কিন্তু ২৭ অক্টোবর অভিযুক্ত ৩ চালক সকালে গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে ৫ দিন অতিবাহিত হলেও তা জমা দেননি। অনেক খোঁজাখুঁজি করেও ওই চালকের কোন হদিস পাওয়া যাচ্ছে না।
বাদী পলি বেগম জানান, তাদের পরিবারের সাথে আমরা যোগাযোগ করেছি। তারাও কোনো খোঁজ দিতে পারছে না। তিনি আরও জানান, তিনটি গাড়ির মূল্য ৫ লক্ষ ৪০ হাজার টাকা। আমরা এই গাড়িগুলো ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করি। এখন আমরা নিঃস্ব হয়ে গেছি। কোন উপায় না পেয়ে অটোরিকশা ৩টি উদ্ধারের জন্য থানায় অভিযোগ করেছি।
এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি সাইফুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে গাড়িসহ অভিযুক্তদের খুঁজে বের করতে অভিযানে চালাচ্ছে পুলিশ।
গুলিস্তানে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই