ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আড়াইহাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৫:৩২ পিএম
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের আড়াইহাজার উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মো. সোহান শিকারীকে (৩৩) গ্রেপ্তার করা হয়েছে।
 
শনিবার (১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার শ্রীনিবাসদী এলাকায় নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তার মো. সোহান শিকারী ওই এলাকার মোবারক হোসেন ও ছালমা বেগম দম্পতির ছেলে। 
পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক ছিলেন। শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান সম্পর্কে অবগত হয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২ নভেম্বর) সকালে তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
 
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 
NJ
আরও পড়ুন