ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মসজিদের মেঝেতে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ 

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৪:০৪ পিএম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মসজিদের মেঝেতে পড়ে থাকা এক অজ্ঞাত ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলার দুপ্তরা ইউনিয়নের কালিবাড়ি বাজার জামে মসজিদের দ্বিতীয় তলার বাইরের মেঝে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়নি। 
পুলিশ জানায়, সংবাদ পেয়ে ওইখানে গিয়ে মরদেহটি উদ্ধার করি। মরদেহের ডান পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। প্রত্যক্ষদর্শীরা ওই ব্যক্তির পায়ের আঘাতের চিহ্ন দেখে জানান ২/১ দিন পূর্বেই কে বা কারা তাকে কোন কারণে হত্যা করে ফেলে রেখে গিয়ে থাকতে পারে।
 
আড়াইহাজার থানার ওসি তদন্ত সাইফউদ্দিন জানান, মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।
NJ
আরও পড়ুন