ফরিদপুরের ভাঙ্গা ও চরভদ্রাসনে আওয়ামী লীগের ৫ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তাররা হলেন- নুরুল্লাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন মীর ও কাউলীবেড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহিন মাতুব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দৈনিক খবর সংযোগকে নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. আশরাফ হোসেন।
পুলিশ জানিয়েছে, গত ৫ আগস্ট জুলাই বিপ্লবের বিরুদ্ধে ও ফ্যাসিবাদ শেখ হাসিনার দোসর হিসেবে এলাকায় প্রকাশ্য কাজ করেন সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা আলামিন ও শাহিন।
গণআন্দোলন কর্মসূচিসহ ছাত্র আন্দোলন বিরোধী রাজনৈতিক সংশ্লিষ্টতায় ও আধিপত্য বিস্তারের অপচেষ্টার পাশাপাশি ড. ইউনুস সরকারকে অবৈধ বলে আওয়ামী লীগের পক্ষে জনমত সৃষ্ট করতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করে। এছাড়াও তাদের বিরুদ্ধে ভাঙ্গা ইউনিয়ন পরিষদ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে সরকারি সম্পদ বিনষ্ট মামলা থাকায় গতকাল নিজ নিজ বাড়ি থেকে ওই ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়।
অপরদিকে গতকাল রাতে দেড়টার দিকে চরভদ্রাসন উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে উপজেলা আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
রাজধানীতে আওয়ামী লীগের আরও ছয় নেতাকর্মী গ্রেপ্তার