ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম
৩ দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন টাঙ্গাইলের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসলেও হচ্ছে না পাঠদান।

রোববার (৯ আগস্ট) সকাল থেকে জেলার বেশির ভাগ প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য পাঠদান বন্ধ রয়েছে।
আন্দোলনরত শিক্ষকরা জানান, গতকাল সন্ধ্যায় প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ এ কর্মবিরতির ঘোষণা দেন।

শিক্ষকরা জানান, পুলিশ শিক্ষকদের ওপর রাবার বুলেট ছুড়েছে। অনেক শিক্ষক গুলিবিদ্ধ। সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলের আঘাতে শতাধিক শিক্ষক আহত হয়েছেন। শিক্ষকরা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে দাবিগুলো মেনে নেওয়ার দাবি করেন।
NJ
আরও পড়ুন