ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আড়াইহাজারে প্রতিপক্ষের হামলায় আহত ১২

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৭:৩৯ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রতিপক্ষের হামলায় কম পক্ষে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনাটি ঘটেছে রোববার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার খাগকান্দা ইউনিয়নের খাগকান্দা নয়াপাড়া এলাকায়। এ সময় ১০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে।

আড়াইহাজার থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে ওই গ্রামের মুঞ্জুর হোসেন জানান, একই গ্রামের শহিদুল্লা, তাহের আলী, আবু ছিদ্দিক গংদের সাথে তার পরিবারের দীর্ঘ দিনের বিরোধ চলে আসছিল। এর জেরে ঘটনার দিন সকাল ১০টার দিকে শহিদুল্লা, তাহের আলী, আবু ছিদ্দিক গং ২৫/২৬ জন লোক নানা প্রকার ধারালো ও ভোতা অস্ত্র দিয়ে মুঞ্জুর হোসেনের বাড়িসহ তার প্রতিবেশী ১০টি বাড়িতে এক যোগে সন্ত্রাসী হামলা করে।

এ সময় হামলাকারীরা ওই বাড়িগুলোতে ভাঙচুর ও লুটপাট চালায় এবং হারুন অর রশিদ, সরলা, কুহিনুর, মনির, মঞ্জুর হোসন, ফয়সাল, আশ্রাফুল, এমরান, মোস্তফা, হাসুসহ কমপক্ষে ১২ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে জখম করে। একই দিন বিকেলে মুঞ্জুরের এক চাচা জমিতে ঘাস কাটতে গেলে অভিযুক্তরা তাকেও কুপিয়ে জখম করে।

এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন বলে নিশ্চিত করেন আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান। 
NJ
আরও পড়ুন