ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে আগুন

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১০:০১ এএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘বাংলা স্টার’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বাঐখোলা এলাকায় পৌঁছালে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় আতঙ্কিত যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে প্রাণে রক্ষা পান।

খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এস. এম. হুমায়ূন কার্ণায়েন বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং আগুন নিয়ন্ত্রণে আনি। সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

তিনি আরও জানান, আগুনে বাসটির ভেতরের আসবাবপত্রের কিছু অংশ পুড়ে গেছে।

এদিকে পুলিশ জানায়, কারা এবং কী কারণে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।

সম্প্রতি দেশের বিভিন্ন মহাসড়কে যানবাহনে অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটেছে, যা নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে বাড়ছে উদ্বেগ ও আতঙ্ক।

DR/AHA
আরও পড়ুন