নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রধান সড়ক থেকে গ্রামীণ সরু রাস্তা পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নম্বর ও লাইসেন্সবিহীন ড্রাম ট্রাক। ফলে যেমন অহরহ ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানি, তেমনি ভারী ও বৃহদাকার এসব ট্রাক চলাচলের কারণে গ্রামীণ সরু রাস্তাগুলো সহজেই ভেঙে যাচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকার গ্রামীণ অনেক রাস্তা ইতিমধ্যেই ভেঙে অকেজো হয়ে পড়েছে।
সর্বশেষ গত সপ্তাহেও উপজেলার বগাদী সিডি মার্কেট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যবসায়ীকে চাপা দেয় একটি বেপরোয়া ড্রাম ট্রাক। ট্রাকটি তাকে হেঁচড়ে প্রায় ২০০ গজ দূরে নিয়ে যায়। এতে গুরুতর আহত হয়ে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়। নিহত ব্যবসায়ীর নাম কবির মোল্লা (৪০)। তিনি আড়াইহাজার উপজেলার বগাদী নোয়াপাড়া এলাকার মৃত মজিবুর রহমান মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, শনিবার (২২ নভেম্বর) রাতে খড়িয়া বাজারের ব্যবসায়ী কবির মোল্লা ঢাকা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের বগাদী সিডি মার্কেট এলাকায় রাস্তার পাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলসহ কবির মোল্লাকে হেঁচড়ে নিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শুধু কবির মোল্লাই নন, আড়াইহাজারের বিভিন্ন রাস্তায় নম্বর ও লাইসেন্সবিহীন ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরও কয়েকজনের মৃত্যু হয়েছে। গত ২৩ অক্টোবর সকালে নরসিংদী-মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মোল্লারচর এলাকায় ড্রাম ট্রাকের চাপায় দুলাল মিয়া (৪০) নামে এক রিকশাচালক ঘটনাস্থলেই মারা যান।
এর আগে ১৯ সেপ্টেম্বর বালুভর্তি একটি ড্রাম ট্রাক গ্রামের সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় খাগকান্দা ইউনিয়নের পাঁচানী এলাকায় আলিফ (৪) নামের এক শিশুকে পিষ্ট করে। বাড়ির পাশে রাস্তায় খেলার সময় শিশুটি ঘটনাস্থলেই নিহত হয়।
গ্রাম এলাকায় এখন অনেক বিত্তশালী লোক বড় বড় পাকা স্থাপনা নির্মাণ করছেন। এসব স্থাপনায় অবৈধ বালুবাহী ড্রাম ট্রাক দিয়ে ইট-বালু সরবরাহ করা হয়ে থাকে। ফলে গ্রামীণ সরু রাস্তাগুলো ভারী যানবাহনের ভার সইতে না পেরে নষ্ট হয়ে যাচ্ছে। এর প্রতিবাদ করলে সংশ্লিষ্ট প্রভাবশালী ব্যক্তিরা প্রতিবাদকারীর ওপর চড়াও হন এবং খারাপ ব্যবহার করেন। ফলে ভয়ে কেউ কথা বলার সাহস পায় না।
স্থানীয়রা মনে করেন, এসব অবৈধ ড্রাম ট্রাক অবাধে রাস্তায় চলাচল করলে আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হবে এবং গ্রামীণ রাস্তাঘাটগুলো নিঃশেষ হয়ে যাবে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফউদ্দিন জানান, ২২ নভেম্বরের ঘটনায় ঘাতক ড্রাম ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকটি পুলিশের জিম্মায় রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ধামরাইয়ে যাত্রীবাহী বাসে আগুন
ফটিকছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশের এসআইসহ নিহত ২