খুলনায় এনসিপি নেতাকে মাথায় গুলি, অবস্থা আশঙ্কাজনক

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০২:২২ পিএম

এবার প্রকাশ্য দিবালোকে গুলি করা হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং দলটির শ্রমিক শাখার কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে।

সোমবার (২২ ডিসেম্বর) দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়। বর্তমানে তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই হামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদার কে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।

DR/SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত