যশোরের ঝিকরগাছায় এক কৃষকের গোয়ালে ছয় পা বিশিষ্ট একটি গরুর বাছুর জন্ম নিয়েছে। গত ১১ ডিসেম্বর উপজেলার বাঁকড়া মাঝেরপাড়ার কৃষক আইয়ুব আলীর বাড়িতে এই বাছুরটির জন্ম হয়। এই খবর ছড়িয়ে পড়লে বাছুরটিকে একনজর দেখতে ওই কৃষকের বাড়িতে ভিড় জমাচ্ছেন শত শত উৎসুক জনতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, জন্ম নেওয়া বাছুরটির পেছনের অংশে চারটি পা এবং সামনে দুটি পা রয়েছে। তবে পাগুলো অস্বাভাবিক হওয়ায় বাছুরটি নিজে নিজে দাঁড়াতে পারছে না। বর্তমানে মালিকপক্ষ বাছুরটিকে ফিডারে করে দুধ খাওয়াচ্ছেন। বিরল এই বাছুরটির দাম ইতোমধ্যে এক লাখ টাকা উঠলেও এটি বিক্রি করতে নারাজ গৃহকর্ত্রী রাহিমা খাতুন। তিনি এটিকে আল্লাহর পরীক্ষা ও উপহার হিসেবে লালন-পালন করতে চান।
দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা এই ঘটনাকে প্রকৃতির এক অদ্ভুত নিদর্শন হিসেবে মন্তব্য করেছেন। অনেকে জীবনে প্রথমবার এমন দৃশ্য দেখে বিস্ময় প্রকাশ করেন।
এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাসুমা আখতার জানান, এটি মূলত একটি জন্মগত ত্রুটি। ভ্রূণ বিকাশের সময় কোষ বিভাজনে অসামঞ্জস্যতা বা দুটি ভ্রূণ একত্রে মিশে যাওয়ার ফলে এমন অতিরিক্ত অঙ্গ নিয়ে বাছুরের জন্ম হতে পারে।
তিনি আরও জানান, এই অতিরিক্ত পা বাছুরটির জীবনের জন্য আশঙ্কাজনক নয় এবং প্রয়োজন হলে অস্ত্রোপচারের মাধ্যমে এগুলো অপসারণ করা সম্ভব।
