ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার থেকে টানা ৮ দিনের ছুটির কবলে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। শুক্রবার ১৪ (জুন) থেকে আগামী শুক্রবার (২১ জুন) পর্যন্ত আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে এ বন্দরের। তবে এই সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন। আগামী ২২ জুন শনিবার থেকে আবারও যথারীতি শুরু হবে বন্দরের আমদানি কার্যক্রম।
ভোমরাস্থল বন্দর সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ.এস.এম মাকসুদ খান জানান, ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট সকল সংগঠন এবং সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের যৌথ মতামতের পর বিষয়টি নিয়ে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে সর্ব সম্মতিক্রমে শুক্রবার (১৪ জুন) থেকে আগামী ২১ জুন পর্যন্ত ৮ দিন উভয় দেশের বন্দরের আমদানি-রপ্তানীকার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার ইনামুল হক জানান, সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন ও ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো এ্যাসোসিয়েশনের যৌথভাবে সর্ব সম্মতিক্রমে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেও ভোমরা স্থলবন্দর শুল্কস্টেশনের কার্যক্রম যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী চলবে।
ভোমরা ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ মাজরিহা হোসাইন জানান, বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এ সময়ে এ বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।
