ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঈদুল আজহার পর ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

আপডেট : ২২ জুন ২০২৪, ০৮:৩৬ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর টানা ৮ দিন বন্ধ থাকার পর শনিবার (২২ জুন) থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ইজাজ আহম্মেদ স্বপন জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৮ দিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।

শনিবার বেলা ১১টা পর থেকে পুনরায় কার্যক্রম শুরু হয়েছে। ভোমরা স্থলবন্দরের ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে। পরবর্তীতে তা আনলোড হয়ে দেশি ট্রাকে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (এসআই) মাজরিহা হোসাইন জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল, আজও স্বাভাবিক আছে।

MHR/AS
আরও পড়ুন