ঢাকা
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মোংলায় নানা আয়োজনে প্রতিবন্ধী দিবস পালিত

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:০১ এএম

‘অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’ এই প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে মোংলায় ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস খুলনা অঞ্চলের আয়োজনে দিবসটি পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, শিক্ষা উপকরণ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম মাসুদ রানা, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, কারিতাস এসডিডিবি প্রকল্পের মোংলা কর্মকর্তা মিতা হালদার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদেরই আপনজন ও প্রতিবেশী। বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রতিবন্ধী ব্যক্তিরা প্রতিনিয়তই পিছিয়ে পড়ছে বা বাদ পড়ছে। যার ফলে উন্নয়নের ধারাবাহিকতা অনেকটা ধীর হচ্ছে। এই বিশ্ব বিনির্মাণে প্রতিটি ব্যক্তির অবদান রয়েছে। সেক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অবদানও কম নয়। তাই এই উন্নয়নের যাত্রায় প্রতিবন্ধী ব্যক্তিরাও যথেষ্ট ভূমিকা রাখতে পারেন।

বক্তারা আরও বলেন, আমরা যারা স্বাভাবিক রয়েছি প্রত্যেকের উচিত অঙ্গীকার করা যেন প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণের অধিকার নিশ্চিত করি এবং সমান সুযোগের মাধ্যমে উন্নয়নের গতিশীলতা বৃদ্ধি করি।

সভা শেষে কারিতাস খুলনা অঞ্চলের পক্ষ থেকে আর্থিক সহায়তা, প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ, খেলাধুলা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও গবাদিপশুসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয় ।

উল্লেখ্য, জাতিসংঘের তত্ত্বাবধানে ১৯৯২ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে। প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতার প্রসার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা সমুন্নতকরণ, অধিকার সুরক্ষা, এবং উন্নতি সাধন নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর দিবসটি পালন করা হয়।

SN/FI
আরও পড়ুন